৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল

High News Digital Desk:
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচে ৬ রানে জয় পেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে শেষ ম্যাচেও জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত। রবিবারের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার. অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং। বেঙ্গালুরুতে সামগ্রিকভাবে ভারতীয় দলের ব্যাটাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন বেন ম্যাকডারমট। তিনি ৩৬ বলে ৫৪ রান করেন। তিনি ৫টি ওভার-বাউন্ডারি মারেন। তবে তাঁর পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব হল না। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অক্ষর। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন বিষ্ণোই। রবিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬০ রান করে ভারতীয় দল। ৩৭ বলে ৫৩ রান করেন শ্রেয়াস। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২১ বলে ৩১ রান করেন অক্ষর। জিতেশ করেন ২৪ রান। ২১ রান করেন যশস্বী। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বেন ডোয়ারশাইস। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ২১ রান দিয়ে ১ উইকেট নেন অ্যারন হার্ডি। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন নাথান এলিস। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন তনবীর সাংঘা। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করেই থেমে গেল অস্ট্রেলিয়া।

Scroll to Top