৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

High News Digital Desk:
  • অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে মূল লড়াই ছিল নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের। গত মরসুমে ম্যান সিটিকে ত্রিমুকুট জিতিয়ে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন হালান্ড। কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা এবং ইন্টার মায়ামির হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফের ব্যালন ডি’অর জিতলেন মেসি। দ্বিতীয় স্থানে থাকলেন হালান্ড। তৃতীয় হলেন প্যারিস সাঁ জা-য় মেসির প্রাক্তন সতীর্থ কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান এমবাপে। তিনি মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাও হন এমবাপে। মেসির হাতে ব্যালন ডি’অর ট্রফি তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। তাঁকে যখন এই পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, মেসিই খেতাব পেতে চলেছেন। ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন মেসি। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে এই খেতাব জেতেন আর্জেন্টিনার মহাতারকা। এবারও তিনিই ব্যালন ডি’অর জিতলেন। কাতার বিশ্বকাপে ৭ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি ৪টি ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পান মেসি। ২০১৪ সালের বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল পেয়েছিলেন। কিন্তু সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয় আর্জেন্টিনা। কাতারে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ব্যক্তিগত খেতাবও পেলেন মেসি। তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পাশাপাশি পুরনো ক্লাব বার্সেলোনাও অভিনন্দন জানিয়েছে। মেসি অষ্টমবার ব্যালন ডি’অর জেতার পর মঞ্চে উঠে যায় তাঁর ৩ ছেলে। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আইভরি কোস্ট ও চেলসির প্রাক্তন স্ট্রাইকার দিদিয়ের দ্রোগবা। তিনি মেসির সন্তানদের মঞ্চে স্বাগত জানান। সবাই এই বিশেষ মুহূর্তটি উপভোগ করেন।

Scroll to Top