২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫

অর্থনৈতিক বেনিয়মের অভিযোগে ধৃত সন্দীপদের জেলে পাঠাল আলিপুর সিবিআই কোর্ট, চপ্পল ছুড়ল উত্তেজিত জনতা

High News Digital Desk:

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থনৈতিক বেনিয়মের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ ও একই অভিযোগে গ্রেফতার হওয়া অপর ৩ জনকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিল আলিপুর সিবিআই কোর্ট| মঙ্গলবার সন্দীপ ঘোষ ও ওই ৩ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন করেনি সিবিআই| পরিণামে জেল হেফাজত হল তাদের| তবে আগের দিনের মতোই মূলত সন্দীপ ঘোষকে আদালতে পেশ করার সময় তমুল হইচই বাধে| ওঠে চোর চোর ধ্বনি| আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও তৈরি হয় একই পরিস্থিতি| বরং তা আরও তীব্র আকার ধারণ করে| সন্দীপ ঘোষকে নিশানা করে চপ্পল ছোড়া হয়| ফাঁসির দাবি ওঠে| পরে বিচারক উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে| শেষমেশ অভিযুক্তদের পুলিশ ভ্যানে তুলে রওনা হতে সমর্থ হয় পুলিশ|

অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রোফেসর, হাউস স্টাফ সহ ৫১ জনের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতি আমদানির অভিযোগ| কলেজ হাসপাতালের স্পেশাল কাউন্সিলের মিটিংয়ে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন| পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার আতঙ্ক ছড়ানো, এমনকী এইচওডিদেরও ভীতিপ্রদর্শন! রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের নিশানায় সন্দীপ ঘনিষ্ঠ ৫১| নাম উঠে এসেছে সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ড প্রমুখের| অভিযোগের কথা প্রকাশ্যে এসেছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কার্যালয় থেকে জারি করা সোমবারের নোটিশের সুবাদে| অভিযুক্ত ৫১ জনকে পত্র মারফত যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে| অভিযুক্তদের মধ্যে প্রোফেসর, হাউস স্টাফ ছাড়াও রয়েছেন ২ জন সিনিয়র রেসিডেন্ট, ১ জন রিসার্চ সায়েন্টিস্ট মেডিক্যাল ও বেশ কয়েকজন ইন্টার্ন| ১১ সেপ্টেম্বর, বুধবার, এনকোয়ারি কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তাঁদের|

Scroll to Top