২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি পাকড়াও গাইঘাটায়

High News Digital Desk:

চোরাপথে ভারতে এসে বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম ইমরান হাসান ওরফে সুমন (৩০)। ওই যুবক বাংলাদেশের যশোর জেলার পুটখালি উত্তরপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে বাংলাদেশের ডোবারপাড়া সীমান্ত দিয়ে বেড়া টপকে অবৈধভাবে ভারতের গাইঘাটায় প্রবেশ করছিলেন তিনি। বিএসএফ তাঁকে আটক করে। এদেশে আসার বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে বিএসএফ তাঁকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধরা পড়ার পর ওই যুবক জানিয়েছিলেন, তাঁর নাম সুমন সরকার, বাবার নাম সঞ্জিত সরকার। কিন্তু সন্দেহ হওয়ায় বিএসএফ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সত্যি সামনে আসে।

Scroll to Top