অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা পায় না। মমতার কথায়, জাতীয় স্বার্থে আমরা কেন্দ্রকে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছি। আমাদের প্রতিনিধি রয়েছে দেশের সংসদীয় প্রতিনিধি দলে। কিন্তু প্রধানমন্ত্রী বাংলায় অপারেশন সিঁদুর নিয়ে ভোট পাওয়ার জন্য প্রচার করছেন।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকারকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাব দিতে দুপুরেই নবান্নে সাংবাদিক বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ ওঁরা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। যে সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’’
মমতা আরও বলেন, “‘উনি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’’ পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণের জবাব হিসাবে মমতা বলেন, ‘‘আগে নিজের দোষ দেখুন। আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনও কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয়। কিন্তু যখন আপনার গুজরাটে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য় কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?’’










