৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

অন্যথা হল না এবারও, জলপাইগুড়িতে সুরক্ষার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন শিক্ষার্থীরা

High News Digital Desk:

জলপাইগুড়ির হাতি উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে গেলেন বন কর্মীরা। জলপাইগুড়ির বেলাকোবা থেকে বন দফতরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল পরীক্ষার্থীরা। ২০২৩ সালে রাজগঞ্জে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় অর্জুন দাস নামে এক ছাত্রের মৃত্যু হয়। তারপর থেকে রাজ্য সরকার জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করেছে। শুধুমাত্র জলপাইগুড়ি, বাঁকুড়া জেলাতেও হাতি উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যান বন কর্মীরা। বন কর্মীদের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। শিক্ষার্থীরাও চিন্তা-মুক্ত হয়ে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন।

Scroll to Top