১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

অনুব্রতর অবর্তমানে বীরভূমে দানা বাঁধা তৃণমূলী রসায়নের কী হবে এখন?

High News Digital Desk:

বীরভূম : বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার নিয়ে সিবিআই ও ইডির ফাঁস আপাতত আলগা। আদালতে জামিন হওয়ায় পিতা-পুত্রীর তিহারে দিন গুজরান এখন অতীত। মেয়েকে সঙ্গে নিয়ে অনুব্রতর প্রত্যাবর্তন তাই ছিল শুধুই সমযের অপেক্ষা।
অনুগামীদের অপেক্ষা শেষ। বীরভূমের বাড়ির সামনে ভিড়, বাজনাবাদ্যি, সবুজ আবির, পুষ্পবৃষ্টি কিছুই বাদ গেল না। তিনি ফিরলেন। এবং জানান দিলেন, অভিযোগ যা-ই থাকুক, কারাবাসের ধকলে শরীর যতই ভেঙে পড়ুক, ‘মেজাজটাই তো আসল রাজা।’

অর্থাৎ, পুরোনো দাপটের পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু অনুব্রত মণ্ডলের অবর্তমানে বীরভূম জেলায় দানা বাঁধা নতুন তৃণমূলী রসায়নের কী হবে? ক্ষমতার আগের অনেক চূড়া ভেঙে এতদিনে নতুন কিছু টিলা গজিয়ে উঠেছে যে! কী হবে সে’সবের?

মঙ্গলবারই প্রশাসনিক বৈঠকে অনুব্রত মণ্ডলের জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই সাক্ষাতের তেমন কোনও অস্থিরতা নেই। ‘দরকার হলে দিদির সঙ্গে দেখা করব,’ খুবই তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সেই তাৎপর্য আরও তীব্র হল সময় গড়াতে। রাজ্যের মন্ত্রী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও সিউড়ির বিধায়ক, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রাযচৌধুরী হাজির হয়েও পেলেন না ‘কেষ্ট’-সাক্ষাৎ। বাধা পেয়ে বিফল মনোরথেই ফিরতে হল তাঁদের।
ব্যাপারটা খুব স্বাভাবিক কি?

Scroll to Top