৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

অতিরিক্ত কর বৃদ্ধি ও বেহাল নাগরিক পরিষেবার প্রতিবাদে পৌরসভা ঘেরাও অভিযান চালালো কোচবিহার জেলা বিজেপি

High News Digital Desk:

অতিরিক্ত কর বৃদ্ধি ও বেহাল নাগরিক পরিষেবার প্রতিবাদে পৌরসভা ঘেরাও অভিযান চালালো কোচবিহার জেলা বিজেপি :

১৭ই আগস্ট , ২০২৩: তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা কর্তৃক অতিরিক্ত কর বৃদ্ধি বেহাল নাগরিক পরিষেবা, যত্রতত্র আবর্জনার স্তূপ, ভগ্ন রাস্তাঘাট এবং ক্রম বর্ধমান ডেঙ্গুর প্রকোপ ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পৌরসভা অভিযান চালিয়ে পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করলো কোচবিহার জেলা বিজেপি।

বৃহস্পতিবার কোচবিহার জেলা বিজেপির এই কর্মসূচি তে অংশ গ্রহন করে কোচবিহার উত্তর ও দক্ষিণ শহর মন্ডলের জেলা, মোর্চা , মন্ডল, শক্তিকেন্দ্র ও বুথ স্তরের সকল কার্যকর্তাগণ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে , বিরাজ বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই মিছিল বিজেপির জেলা কার্য্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোচবিহার পৌরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখায়।এরপর তারা একটি স্মারকলিপি পৌরপতির হাতে তুলে দেন। বিজেপির এই কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পুলিশ পৌরসভার সামনে ব্যারিগেট দিয়ে আটকে রাখেন।

বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন জানান কোচবিহার পৌরসভার ১৭টি ওয়ার্ড জিতে একক ভাবে সংখ্যা গরিষ্টতা লাভ করে তৃনমূল কংগ্রেস জয় লাভ করেছে। অথচ শহরের কুঁড়িটি ওয়ার্ডে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান পৌরবোর্ড। তার ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে নাগরিকদের ওপর। রাস্তা ঘাটের অবস্থা বেহাল। শহরের যত্রতত্র আবর্জনার স্তূপ জমে আছে। বাড়ছে ক্রমশঃ ডেঙ্গুর প্রকোপ। আমি বলেছি বিধায়ক ফান্ড থেকে দিতে রাজি আমি। কিন্তু তারা বিজেপির টাকা নিয়ে এই সকল সমস্যা দূরীকরণে নারাজ। তাই আমরা আজকের কর্মসূচি গ্রহণ করেছি।

অপরদিকে পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান বিজেপি আজ ট্যাক্সের বিষয় নিয়ে আমার সাথে কথা বলেছে। আমি জানিয়েছি যা করা হয়েছে তা সকলটাই কেন্দ্রীয় সরকারের ট্যাক্স বিষয়ক নির্দেশ অনুযায়ী করা হয়েছে। সেখানে বেআইনি ভাবে কিছু চাপিয়ে দেওয়া হয়নি।আপনারা পরে দেখবেন সেই নির্দেশিকা যেখানে পরিষ্কার বলা রয়েছে প্রপার্টি ট্যাক্স যদি না বাড়ায় পৌরসভা তাহলে ফিফটিন ফিন্যান্সের টাকা পৌরসভাকে দেওয়া হবে না।

Scroll to Top