৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

অঙ্গনে দুর্নীতি…

High News Digital Desk:

এলাকায় আদৌ নেই অঙ্গনওয়াড়ির ঘর| তৱু আসছে সংস্কারের টাকা! দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর| দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ব্লকের কৃষ্ণনগর পয়লাঘেরি এলাকায় ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম খাতাকলমে থাকলেও ৫-৬ বছর ধরে কাজ চলছে এলাকার এক বাসিন্দার বাড়িতে| ২০১৮ সালে অঙ্গনওয়াড়ির ঘর তৈরির কাজ শুরু হয়| অল্প কাল পর সেকাজ বন্ধ হয়ে যায়| মাঝে আর কোনও নির্মাণকাজ হয়নি| অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রং সহ সংস্কারের টাকা আসছে| এলাকাবাসীর প্রশ্ন, যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরই না তৈরি হয়, তাহলে সংস্কারের টাকা আসছে কী ভাবে? সেটাকা যাচ্ছেই বা কোথায়? আইন মেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হন এলাকাবাসী| সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন|

Scroll to Top