২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে আগাম প্রস্তুতি হিসাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিগত কয়েক মাসে লাগাতার সুর চড়িয়েছেন শাসকদলের নেতারা| মোদি-শাহদের লাগাতার আক্রমণ করেছেন মমতা-অভিষেকও| বিজেপির জন্যই ১০০ দিন, আবাস যোজনার টাকা পাওয়া যাচ্ছে না, এই মর্মে তণমূল স্তরে লাগাতার প্রচার চালাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা| এবার বাংলায় এসে তারই উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| একই সঙ্গে তণমূলের দুর্নীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন বরিষ্ঠ বিজেপি নেতা| ৱুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তাবড় রাজ্য নেতারা| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বিষয়ে তোপ দাগেন রাজ্য সরকার তথা তণমূল কংগ্রেসের বিরুদ্ধে| পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ তলে বলেন, আমি গুজরাটের বাসিন্দা| কোথাও কোনও নেতার বাড়ি থেকে এত নোট উদ্ধার দেখিনি|
পাশাপাশি তিনি বলেন, সত্ সাহস থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত ও পার্থকে তণমূল থেকে সাসপেন্ড করে দেখান| তাহলে মানুষ বিশ্বাস করবেন| দুর্নীতি ইসু্যতে ধর্মতলার মেগা সভার মঞ্চে ২৩ মিনিটের বত্ত্ৃতায় মুখ্যমন্ত্রীকেও বিঁধেছেন অমিত শাহ| কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেবল প্রার্থনা করছেন, যাতে ভাইপোর নাম প্রকাশ্যে চলে না আসে|
পাশাপাশি অনুপ্রবেশ ইসু্যতে সুর চড়ান অমিত শাহ| ২৪-এর লোকসভা ভোটের দামামা বাজাতে এসে তিনি তলেছেন সিএএ ইসু্যও| সিএএ লাগু হবে, এমন ঘোষণাও করলেন ধর্মতলার মঞ্চ থেকে|
পাশাপাশি, তিনি হিসাব নিয়ে এসেছেন বলেও দাবি করেছেন শাহ| ৯ বছরে ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদি সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে বলেও দাবি করেন অমিত শাহ| হাইওয়ের জন্য মোট ৭০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে|
পাশাপাশি লোকসভা ভোট নিয়ে বলেন, ২০২৪-এ মানুষকে অনুরোধ করবো এত সিট দিন যাতে মোদি বলেন আমি প্রধানমন্ত্রী হয়েছি বাংলার জন্য| শাসক দলের পাশাপাশি, বামেদেরও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ| তিনি বলেন, কমিউনিস্ট, তণমূল বাংলার ভালো করতে পারে না| বাংলার ভালো, সোনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপি করবে|
একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখছিলেন ধর্মতলায়, সেই সময় বিধানসভার অন্দরে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, মনে রাখুন কেন্দ্র ৩-৪ দিন ছটি দেয়| আমরা সেখানে ৪০- ৪৫ দিন ছটি দিয়ে থাকি| এর পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, এমন বিরোধী দল, যারা বলে আসছে টাকা দেবে না| গরিব মানুষ কি কিছই পাবে না?
অন্যদিকে ধর্মতলায় শাহী সভার পর বিধানসভায় ফের বিজেপি বিধায়কদের অবস্থান করতে দেখা গেল| বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন তণমূল সরকারের বিরুদ্ধে|