১ লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক

১ লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক:

রাজ্য বিজেপি ২০শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে। রাজভবনে এই দিন পালন করেছিলেন। ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে তৃণমূল নানা সময়ে নানা কথা বলেছিল। এই দিনটাকে ঘিরে বিতর্ক বার বারই হয়েছে। তবে এবার রাজ্য় সরকারের উদ্যোগে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেওয়া হবে বলে খবর। পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতায় এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের কমিটিও গঠন করেছেন বিধানসভার অধ্যক্ষ। কমিটির প্রস্তাব, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। ১ লা বৈশাখ এই দিনটি পালন করা যেতে পারে। মানে পয়লা বৈশাখের সঙ্গে জড়িয়ে থাকে বাঙালিয়ানা। বাঙালিরা এই দিনটাকে বড় আপন বলে মনে করেন। বাঙালি খাবার, বাঙালি পোশাক, ষোলআনা বাঙালি-আনা। মুখ্য়মন্ত্রীর অনুমোদন পেলেই দিনটি পালন করা হবে। একাংশ ১৫ অগস্টের পক্ষে মত দিয়েছিলেন। একাংশ আবার ২৮ মে দিনটিকে পালন করার কথা জানিয়েছিল। কারণ ওই দিন পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটি ‘রাজ্য সঙ্গীত’ নির্দিষ্ট করার জন্যও প্রস্তাব আসতে চলেছে রাজ্য বিধানসভায়। ছত্তীসগঢ়, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিরও নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। ঠিক সেইরকম বাংলার জন্যও এবার একটি ‘রাজ্য সঙ্গীত’ নিয়ে আসার চিন্তাভাবনা চলছে। যে গানের সঙ্গে বাংলার আমজনতার আত্মিক সম্পর্ক রয়েছে, এমন কোনও গানকে ‘রাজ্য সঙ্গীত’ করার ভাবনা-চিন্তা চলছে। বেশ কয়েকটি গান নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ কমিটির সদস্যরা। বিধানসভা সূত্রে খবর, ‘রাজ্য সংগীত’ বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Related News

সোমবার দুপুরের পর থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র পুরনো অফিস ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ -এ…

বিস্তারিত

১লা জুলাই দিনটি ডক্টরস ডে হিসেবে পালন করা হয় ভারতে| একজন সাধারণ চিকিত্সক থেকে ক্রমেই…

বিস্তারিত

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে এককালীন ৭০,০০০ টাকার আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন…

বিস্তারিত

ISRO PAYLOAD LRA IS WAITING FOR NIGHT | এবার ISRO-র ‘ব্রহ্মাস্ত্র’

বিশদ

TASNIA FARIN | বিয়ের পিঁড়িতে বাংলাদেশি অভিনেত্রী

বিশদ
Scroll to Top