দিল্লি হাইকোর্টের পর সুপ্রিম কের্টেও মিলল না জামিন| দুর্গাপুজোতেও রেহাই পেলেন না বীরভমের কেস্ট| চলতি পুজোটাও জেলেই কাটাতে হবে অনুব্রতকে| প্রভাবশালী তত্ত্বেই অনুব্রতর জামিনের বিরোধিতা করে সিবিআই| প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে বীরভমের তণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই| পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায়| তিহাড় জেলে আপাতত বন্দি থাকছেন অনুব্রত মন্ডল| তাঁকে গ্রেফতার করে ইডি| প্রায় এক বছরের বেশী বীরভমের বাঘ জামিনের চেস্টা চালিয়ে যাচ্ছেন| কখনও রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও আবার দিল্লির হাই কোর্ট| কোন ও আদালতে স্বস্তি মেলেনি| ৱুধবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবি এস ভি রাজু বলেন, অনুব্রত প্রভাবশালী, জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছে তাই করবে, ক্ষতি হবে তদন্তে| এবারের পুজোতে জেলেই থাকবেন অনুব্রত|
