১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

মোহনবাগান সুপার জায়ান্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ২-৫ গোলে হেরে ধাক্কা খেল এএফসি কাপ জেতার স্বপ্ন

High News Digital Desk:
  • মোহনবাগান সুপার জায়ান্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ২-৫ গোলে হেরে ধাক্কা খেল এএফসি কাপ জেতার স্বপ্ন

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি কাপ জেতার লক্ষ্য স্থির করে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু দারুণ শক্তিশালী দল গড়েও এবারের মরসুমে এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ২-৫ গোলে হেরে ধাক্কা খেল এএফসি কাপ জেতার স্বপ্ন। রয় কৃষ্ণদের কাছে হারের পর গ্রুপ ডি-তে ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সবুজ-মেরুন। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওড়িশা। ১১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপে মাজিয়ার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিনই ওড়িশা এফসি-র বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ম্যাচ আছে। গ্রুপের শীর্ষে যে দল থাকবে তারাই পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। ফলে সবুজ-মেরুনের বিদায় নিশ্চিত। ওড়িশা এফসি-র বিরুদ্ধে এই ম্যাচের শুরুটা ভালোভাবেই করে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৭ মিনিটে প্রথম গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন হুগো বুমোস। কিন্তু এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যায় বাগান। ২৯ মিনিটে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান হুয়ান ফেরান্দোর দল থেকে বাতিল হয়ে যাওয়া কৃষ্ণ। ৩২ মিনিটে ওড়িশাকে এগিয়ে দেন দিয়েগো মরিসিও। ৪১ মিনিটে ওড়িশার হয়ে তৃতীয় গোল করেন সি গডার্ড। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ৩-১। ৬৩ মিনিটে ব্যবধান কমান পরিবর্ত কিয়ান নাসিরি। সেই সময় ম্যাচে ফেরার আশায় ছিল সবুজ-মেরুন। কিন্তু সংযোজিত সময়ে অনিকেত যাদব ও আইজ্যাক ভ্যানলালরুয়াৎফেলা গোল করে ওড়িশার বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। ঘরোয়া ফুটবলে গত কয়েক মরসুম ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, এএফসি কাপে বেশিদূর এগোতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও খুব একটা ভালো ফল হল না।

Scroll to Top