মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ছমাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব সংবাদদাতা :  শুক্রবারই তাঁর কর্মজীবনের শেষদিন ছিল| মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছমাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার| দ্বিবেদীর মেয়াদ বেড়ে যাওয়ার ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল প্রয়োজন হচ্ছে না| সেদিক দিয়ে আশ্বস্ত রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও| বৃহস্পতিবার অবধি মেয়াদবৃদ্ধি সংক্রান্ত চিঠি না-আসায় প্রশাসনিক মহল খানিকটা উদ্বেগে ছিল| মুখ্যসচিব পদে তাঁর মেয়াদবৃদ্ধি হবে কি না, তা নিয়ে দোলাচলে ছিলেন দ্বিবেদীও| দ্বিবেদীর মেয়াদ না বাড়লে স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার নামই পরবর্তী মুখ্যসচিব হিসেবে সবচেয়ে আগে বিবেচিত হচ্ছিল| তাঁর সঙ্গে দৌড়ে আরও দুএকজনের নাম শোনা যাচ্ছিল, তবে এখন আর তাঁদের নিয়ে কোনও জল্পনা বা আলোচনার অবকাশ নেই|

প্রসঙ্গত, দ্বিবেদীর মেয়াদ যাতে না-বাড়ে, তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছিলেন বলে সূত্রের খবর| তিনি যে দ্বিবেদীর পক্ষে নন, তা একাধিক বার প্রকাশ্যেই জানিয়েছেন শুভেন্দু| একাধিক বার তিনি অভিযোগও এনেছেন এইচ কে দ্বিবেদীর বিরুদ্ধে| যদিও শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিয়ে বলা হয়েছে, রাজ্যের কোনও আমলাকে নিয়ে বিরোধী দলনেতার অত মাথাব্যথা নেই| কিন্তু আমলাদের মেয়াদবৃদ্ধির বিষয়টি কেন্দ্রের পার্সোনেল মন্ত্রকের অধীন| সেটি আবার অমিত শাহর অধীন দফতর নয়| ওই দফতর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীন| ফলে মুখ্যসচিব দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর বিষয়টিতে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আছে বলেই মনে করা হচ্ছে|

মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদবৃদ্ধি প্রশাসনিক স্তরে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও এই সিদ্ধান্তের রাজনৈতিক গুরুত্ব বেশি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল| যেহেতু শুভেন্দু বারবার দ্বিবেদীকে আক্রমণের নিশানা করছিলেন এবং তিনি কেন্দ্রের শাসক দলের সদস্য, তাই তাঁর সেই আক্রমণ বাড়তি রাজনৈতিক গুরুত্ব পেয়ে গিয়েছিল| সেই কারণেই এই মেয়াদবৃদ্ধিতে কিছটা উচ্ছ্বসিত তৃণমূল শিবির|

Related News

মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদলীয় সভায়  ২০ জুন  দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের ভাবনা কার্যত খারিজ…

বিস্তারিত

আলিপুর বিশেষ সিবিআই আদালতে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে কী করে…

বিস্তারিত

ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী

বিস্তারিত

JHARGRAM ROAD CONDITION | POOR ROAD CONDITION | ঝাড়গ্রাম শহরের বহু রাস্তার অবস্থা বেহাল

বিশদ

অবশেষে যাবতীয় আশঙ্কার অবসান ঘটল সুস্থভাবে জন্ম নিল সুনীল ছেত্রীর  পুত্র সন্তান বেঙ্গালুরুর এক নার্সিংহোমে…

বিশদ
Scroll to Top