মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস:

সাসপেন্স আরও বাড়িয়ে দিলেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে ঘড়ির কাঁটা ছোয়ার আগেই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকারের  কাছে চিঠি পাঠালেন রাজ্যপাল। চিঠিতে কী আছে জানা না গেলেও রাজভবন সূত্রে খবর, সাম্প্রতিক ঘটনাক্রমের উল্লেখ রয়েছে তাতে। শুক্রবার রাজ্যপালকে ‘বিন তুঘলক’ বলে উল্লেখ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার দুপুরে রাজ্যপাল বলেন, আমি আমার কাজে সন্তুষ্ট। আজ রাত ১২টার মধ্যে কী পদক্ষেপ করি দেখুন।  পালটা কটাক্ষ শানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীও। টুইটারে লিখেছিলেন, “সাবধান, সাবধান, সাবধান! শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছেন। নাগরিকরা নিজেদের খেয়াল রাখুন। হিন্দু পুরাণ মতে ‘রাক্ষস প্রহরে’র অপেক্ষায় থাকলাম।”রাজ্যপালের ওই হুঁশিয়ারির পর শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রায় দেড় ঘণ্টা পর রাজভবন থেকে বেরোন মুখ্যসচিব। কিন্তু, সেখানে কী কথা হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তাই সেখানেও বাড়তে থাকে জল্পনা। আর তারপরেই পূর্ব ঘোষিত সময়ে চিঠি দু’টিতে সই করেন রাজ্যপাল। এখন দেখার সেই চিঠির প্রেক্ষিতে পালটা কী পদক্ষেপ করে রাজ্য। জগদীপ ধনকড়ের উত্তরসূরির সঙ্গে প্রথমদিকে সম্পর্কটা ভালই ছিল নবান্নের। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মেনে নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এমনকী. তাঁর বাংলা ভাষাশিক্ষারও দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সময় যত এগিয়েছে ততই তলানিতে ঠেকেছে রাজ্য-রাজভবনের সম্পর্ক। কখনও পঞ্চায়েত ভোটের সময় অশান্তি তো কখনও রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধ চলেছে। এমনকী, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছিলেন সিভি আনন্দ বোস। যদিও তা বাস্তবে কার্যকর হয়নি।

Related News

রাজ্যজুড়ে অশান্তি, রক্তপাতের ছবি, কী করছে কমিশন? রাজীব সিনহা জানান, কন্ট্রোল রুমে বিভিন্ন জায়গা থেকে…

বিস্তারিত

মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে নোটিস…

বিস্তারিত

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী| ভোট পরবর্তী হিংসা রুখতে এই…

বিস্তারিত

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাঞ্জলি

বিশদ

রতুয়া ১ ব্লকের ক্লান্তটোলা এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গেল ১০টি বাড়ি। মঙ্গলবার গভীর রাত…

বিশদ
Scroll to Top