নিজস্ব সংবাদদাতা : রবিবার ছিল বিজেপি-র সাংগঠনিক সভা। সেখানে পঞ্চায়েত ভোটে বিজেপি-র হার সহ বিভিন্ন বিষয়ে বিজেপি নেতৃত্ব আলোচনা করেন। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এই যা পরিস্থিতি, তাতে অনেকে অনেক হিসেব করে অনেক কথা বলছেন। মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্র বিরোধী।’ দিলীপের কড়া কথার বাণ থেকে রক্ষা পান না দলের নেতারাও। তা কেউ যতই প্রথম সারির নেতা হোন না কেন। রাজ্য নেতৃত্বের সামনে দিলীপ প্রশ্ন তোলেন, কেন উত্তর ও দক্ষিণে জয়ী আসনে হারল বিজেপি, কেন কর্মীরা বুথ ছেড়ে বেরিয়ে এলেন, কেন নেতৃত্বরা সাহস জোগাতে পারলেন না৷ অপেক্ষাকৃত বিজেপির শক্তঘাঁটি জঙ্গলমহল ও উত্তরবঙ্গে কেন দল আশানুরূপ ফল করতে ব্যর্থ, এদিনের বৈঠকে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন দিলীপ।

আসন্ন পঞ্চায়েত ভোটে জয় নিয়েও যথেষ্ট আশাবাদী ফিরহাদ