২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর ভারতের ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর গ্রীন সিগন্যাল দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

High News Digital Desk:
  • ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর ভারতের ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর গ্রীন সিগন্যাল দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অবশেষে সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার গ্রীন সিগন্যাল দিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাথমিক যোগ্যতা অর্জন পর্বে ভারত রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচের বিজয়ী দল। ভারতের ফুটবল কোচ ইগর এবং পরে সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন ক্রীড়া মন্ত্রকে ভারতীয় ফুটবল দলকে যেন এশিয়ান গেমসে পাঠানো হয়।  অবশেষে কথা রাখল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতের মহিলা ফুটবল দলও। ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। এখন ভারতীয় ফুটবল দলের কাছে চ্যালেঞ্জ দেশের সম্মান বজায় রাখা। শেষবার ২০১৪ সালে এশিয়ান গেমস ফুটবল খেলেছিল ভারত।

Scroll to Top