অবিশ্বাস্যকর প্রতিভা দিয়ে ইন্ডিয়ান ৱুক অফ রেকর্ডে নাম তললো কাকদ্বীপের দ্বাদশ শ্রেীর এক ছাত্রী| দেশলাই কাঠি দিয়ে চোট ছবি অাঁকা স্ট্যান্ড বানিয়ে ন্ডিয়ান ৱুক অফ রেকর্ডের নাম নথিভক্ত করলো কোয়েল পুরকাইত| কোয়েল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুভাষ নগরের বাসিন্দা| বর্তমানে কোয়েল কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের বিজ্ঞান বিভাগের ছাত্রী| ছোটবেলা থেকে পড়াসোনার পাশাপাশি ছবি অাঁকার দিকে বিশেষ আগ্রহ ছিল কোয়েলের| কোয়েলের বাবা কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন| মাত্র ৩ বছর বয়স থেকে কোয়েল ছবি অাঁকা শুরু করে| এরপরে কাকদ্বীপের সুন্দরবন আর্ট অ্যাকাডেমিতে ছবি অাঁকা শেখে| অবিশ্বাস্যকর প্রতিভা নিয়ে ইন্ডিয়ান ৱুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী| দেশলাই কাঠি দিয়ে ছবি অাঁকার স্ট্যান্ড তাও আবার ৩.৯ সেন্টিমিটার তৈরি করে |কোয়েল জানায়, ২ মাস আগে দেশাই কাঠি দিয়ে ৩.৯ সেন্টিমিটার একটি ছবি অাঁকার স্ট্যান্ড তৈরি করে| দিল্লিতে ইন্ডিয়া ৱুক অফ রেকর্ডস সংস্থার কাছে সেটা পাঠায়| তারপর সংস্থা থেকে জানানো হয়, ইন্ডিয়া ৱুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে দেশলাই কাঠি দিয়ে ছবি অাঁকার স্ট্যান্ড| কোয়েলের মা মিঠ পুরকাইত বলেন, মেয়ের সাফল্য পরিবারের লোকজনেরা খুব খুশী| ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি অাঁকাতে বিশেষ পারদর্শী ছিল কোয়েল| মেয়ের এই সাফল্যে খুশী কাকদ্বীপবাসী|