আবারও গোটা দেশ তাকিয়ে রয়েছে কিং খানের পরবর্তী ছবি ডানকি-র দিকে| বক্স অফিসও তাকিয়ে রয়েছে সেই দিকে| যা নিয়ে চর্চা এখন তুঙ্গে| ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডানকি ছবির গান এবং ট্রেলার| যা আবারও দর্শকের মন ছঁয়ে গেছে| ২০২৩ বছরভর শাহরুখ খানের ছবি মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে| একের পর এক ছবি সুপারহিট| প্রথমার্ধে পাঠান এরপর জাওয়ান এবং বছর শেষে ডানকি| ছবি ব্লকবাস্টারের মূল মন্ত্রই যেন দর্শকদের কিং খানের প্রতি অগাধ ভালবাসা এবং বিশ্বাস| শাহরুখ খানের ছবির আশেপাশে কোনও ছবিই যেন ঘেষতে পারছে না| কিং খান নিজেই বলেন, তাঁর পক্ষে হয়তো সম্ভবপর হবে না জওয়ান-এর রেকর্ড ভাঙা| এরপর যখন সলমন খানের টাইগার থ্রি মুক্তি পেয়েছিল, তখন কোথাও গিয়ে আশা ছিল এই ছবিও ১০০০ কোটির দরজায় পৌঁছাবে| কিন্তু তেমনটা হলো না| ফলে বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে| যা নিয়ে চর্চা এখন তুঙ্গে| ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডানকি-র গান ও ট্রেলার| তবে বলিউড বাদশার পরিবারে দুই ছবির মিু্ক্ত এখন সামনে| একদিকে মেয়ে সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিস, অন্যদিকে শাহরুখ খানের ছবি ডানকি| যা অন্যস্বাদ দিতে চলেছে দর্শকদের| ফলে এখন দুই ছবি নিয়েই শাহরুখ খানের পরিবারে যে উত্তেজনা তুঙ্গে থাকবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না| তবে বলি বাদশা নিজে কোন ছবি নিয়ে বেশি উত্তেজিত? তাঁর মেয়ের প্রথম ওটিটি ছবি নাকি তাঁর কামব্যাকের পর অন্য গোত্রের ছবির মুক্তি | সেই নিয়ে কৌতহল এখন দর্শকদের মনে বর্তমান| শাহরুখ খান স্বয়ং এই প্রশ্নের উত্তর দিলেন এবার সোশ্যাল মিডিয়ায়| লিখলেন, সুহানা ডানকি ভালবাসে,আর তিনি ভালবাসেন আর্চিস| তাদের দুজনের মধ্যে বিষয়টা ঠিক হয়ে গিয়েছে| যদিও এরপর তিনি হ্যাসট্যাগ ডানকি লেখেন| তবে চমক রয়েছে আরও| কারণ শাহরুখ খানের পরবর্তী ছবি ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে| কারণ শাহরুখ খান ও সুহানা খান এবার একসঙ্গে ছবি করছেন বলেই বলিউড সূত্রে খবর|