বন্ধের মুখে পঞ্চমী সিরিয়াল :
পঞ্চমী সিরিয়াল কি বন্ধের মুখে? সম্প্রতি একের পর এক সিরিয়াল বন্ধের খবর সামনে আসছে| শুক্রবারই প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়াল লভ বিয়ে আজকাল-এর প্রোমো| যে ভিডিয়োর মাধ্যমে জানা গিয়েছে, ২৮ অগাস্ট থেকে শুরু হবে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত এই নতুন সিরিয়াল| এত দিন সেই সময়ে দর্শক দেখতেন পঞ্চমীসিরিয়াল| সুতরাং সেই একই সময় নতন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে| তা হলে পঞ্চমীর কি শেষ হতে চলেছে? এই সিরিয়ালের অভিনেত্রী ছিলেন সুস্মিতা দে| সিরিয়ালে সুস্মিতা ছাড়াও দর্শক দেখছিলেন শিঞ্জিনি চক্রবর্তীকে| দুই নায়িকার বন্বুত্ব নিয়েও চর্চা রয়েছে সিনে পাড়ায়| ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শেষ হচ্ছে এই সিরিয়াল| আট মাস আগে নাগদেবতার প্রেক্ষাপটে শুরু হয়েছিল ছোট পর্দার এই গল্প| কয়েক দিন আগেই গল্পে এসেছে নতুন মোড়| গল্পের মাঝে আচমকাই সরে গিয়েছিলেন নায়ক রাজদীপ গুপ্ত| তারপর নতুন হিরোর আগমন হয়েছে| তখন থেকেই গুঞ্জন তবে কি বন্ধ হচ্ছে| গল্প ঘুরতে না ঘুরতেই নাকি সিরিয়াল বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ| যদিও এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি| শোনা যাচ্ছে, ২৭ অগাস্ট সম্প্রচারিত হবে পঞ্চমী সিরিয়ালের শেষ পর্ব| শুরু হচ্ছে নতুন ধারাবাহিক, আর তার জেরেই কি শেষ হচ্ছে ধারাবাহিক পঞ্চমী? সোশ্যাল মিডিয়ায় যিশু সেনগুপ্তের পোস্টে বাড়ল জল্পনা| সূত্র বলছে, তেমন টিআরপি না থাকায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সুস্মিতাকে এর আগে দর্শক দেখেছিলেন, বৌমা একঘর,অপরাজিতা অপু| সিরিয়ালে| যা বন্ধ হয় মাত্র সাড়ে তিন মাসের মাথায়| এত কম সময়ের মধ্যে গল্প শেষ হওয়ার ফলে সে সময় কিছুটা মনখারাপ হয়েছিল নায়িকার| সে কথা জানিয়েছিলেন| এ ক্ষেত্রেও কি তেমনই ঘটবে? সবটাই ক্রমশ প্রকাশ্য|
পঞ্চমী সিরিয়ালে সুস্মিতা এবং শিঞ্জিনি নিজেদের বন্বুত্ব নিয়ে বেশ খোলামেলা| তবে আজ পর্দার পঞ্চমী-র পোস্টে কেন মনখারাপের ছোঁয়া? শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা| দুজনেই শেয়ার করে নিয়েছেন তাঁদের নাচের পোস্ট| ক্যাপশানে সুস্মিতা লিখেছেন, আমি এগুলোকেই সবচেয়ে বেশি মিস করব| উত্তরে শিঞ্জিনি লিখেছেন, কাঁদব কি? দুই নায়িকার এই কথোপকথন দেখেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা| দুই বন্বুকে আর একসঙ্গে দেখা যাবে না মানেই কি শেষ হচ্ছে ধারাবাহিক? সেকথা অবশ্য খোলসা করেননি কেউই|