১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

ফের আইসিইউ-তে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

High News Digital Desk:

ফের আইসিইউ-তে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক:

এসএসকেএমের ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ ১২ নম্বর বেডে নিয়ে যাওয়া হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। ব্লাড প্রেসার সংক্রান্ত সমস্যার জন্যই এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা থেকে বিপি ফল করছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। তাই তাঁকে আইসিইউতে দেওয়া হয়েছে। জেলে অসুস্থ হওয়ার পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে গত সপ্তাহে আচমকাই জেলে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। সঙ্গে সঙ্গে সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।হাসপাতাল সূত্র জানা গিয়েছে যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। বেশ কিছু সমস্যার কারণেই কয়েকদিন আগে তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিসিন এবং নিউরোলজির অধীনে ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও বসানো হয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ই়ডি হেফাজতের পর আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি। প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকার ব্যবস্থা হয় মন্ত্রীর। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডের ৫ নম্বর কেবিনে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয়কে। তাঁর উপরে নজর রাখছে মেডিসিন ও নিউরোলজি বিভাগও।

Scroll to Top