বিশ্ববিদ্যালয় জারি করা এই ফতোয়ার বিরুদ্ধে এবার পালটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য নির্দেশাবলী জারি করলেন পড়ুয়ারা।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেম করা নিয়ে আপত্তি জানাচ্ছে কর্তৃপক্ষ।পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেমিক প্রেমিকাদের ধরপাকড় চলছে। এমনকী ধরা পড়লে পড়ুয়াদের অভিভাবকদেরও জানানো হচ্ছে। পড়ুয়াদের জারি করা নির্দেশাবলী অনুযায়ী, এখন থেকে কোনও নির্দেশিকা জারি করার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করতে হবে। পড়ুয়াদের মিটিং, মিছিলের অধিকার কেড়ে নেওয়া যাবে না। যৌন হেনস্থায় কেউ অভিযুক্ত থাকলে তাকে আড়াল করা যাবে না। পড়ুয়াদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও রাজনৈতিক অপরাধীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না। শৃঙ্খলার নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। ছাত্রদের আরও দাবি, প্রকাশ্যে ধূমপান, চুমু খাওয়া কিংবা ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর অধিকার দিতে হবে। এদিকে, প্রেম করায় আপত্তির বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এটা মোটেও সত্যি নয়। ক্যাম্পাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা একেবারে ব্যক্তিগত। সেই কারণে পড়ুয়াদের অভিভাবকদের সতর্ক করার জন্য জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে কিছু পড়ুয়াকে ক্যাম্পাসে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি তুলেছে।এসএফআই নেতা শুভজিৎ সরকার বলেন, ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিটিং, মিছিল, আন্দোলন দেখেই অভ্যস্ত। এটাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য।

আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। সেই কর্মসূচিতে কিছু 'বদল'…