পার্থেনিয়াম-THE SILENT KILLER

পার্থেনিয়াম-THE SILENT KILLER :-

পার্থেনিয়াম মূলত সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোয়| কিন্তু বর্তমানে পার্থেনিয়াম গাছ বাংলা তথা সারা ভারতের সর্বত্রই ভয়ঙ্কর বিপদজনকভাবে ছড়িয়ে পড়েছে| পার্থেনিয়াম গাছ বাঁচে ৩-৪ মাস| এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয়| পার্থেনিয়ামের একটি গাছ প্রায় ৪ থেকে ২৫ হাজার বীজের জন্ম দিতে পারে| এই বীজ এতই ছোট হয় যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকা অথবা জুতো-স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল এবং বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে| পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactone নামক টক্সিন বা বিষ, যা মানুষসহ অন্যান্য প্রাণীদের জন্য ভীষণভাবে ক্ষতিকর| পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উত্পাদন প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেয়| পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানান রোগের উপসর্গ দেখা দিতে পারে| পার্থেনিয়াম মানুষের হাতে-পায়ে লাগলে হাত-পা চুলকোয়, লাল হয়ে যায় এবং এর থেকে পরে ত্বকের ক্যান্সারও হতে পারে| আক্রান্ত ব্যক্তি ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে ভুগতে পারেন| ১০ মিটার দূর থেকে পার্থেনিয়াম ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের সৃষ্টি করতে পারে| এই আগাছা ৭০ শতাংশ মানুষের চর্মরোগ এবং ৩০ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগের জন্য দায়ী| ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এখনও পর‌্যন্ত ১২ জন মারা গিয়েছেন বলে খবর|

পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় :-
পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায়| তবে এতে বেশ কিছু অসুবিধা আছে, তা হল, এই পদ্ধতিটি ব্যয়সাপেক্ষ| পাশাপাশি কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল দূষিত হবে| তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হল ৪-৫ লিটার জলে ১ কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে ২ দিনের মধ্যেই পার্থেনিয়াম গাছ মারা যাবে|

সাবধানতা অবলম্বন :-
১. পার্থেনিয়াম গাছে কোনওভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের এর থেকে দূরে রাখুন|

২. পার্থেনিয়াম গাছের সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকা প্রয়োজন| এছাড়াও ফুলহাতা জামা এবং ফুলপ্যান্ট পরে থাকা ভালো|

৩. সাফাইয়ের পর জামাকাপড় ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং স্নান করে বাড়িতে ঢোকা আবশ্যক|

আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার করছে| তাই সকলের কাছে অনুরোধ, আপনারা নিজেদের চারপাশের পরিবেশ পার্থেনিয়াম মুক্ত রাখুন| এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিন এবং নিজেরা সুস্থ থাকুন|

Related News

বর্ষার মরসুম মানেই হাঁচি, কাশি, জ্বরের সমস্যা| আর তার সাথে যদি সাথী হয় বৃষ্টিতে ভেজা…

বিস্তারিত

দ্রুত মেদ ঝরাতে জলকে হাতিয়ার করছেন? নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?

বিস্তারিত

বাঙালী মানেই খাওয়ার পর ফল খাওয়ার রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে| তবে শরীর সুস্থ রাখতে…

বিস্তারিত

INSTRUMENTAL LANDING SYSTEM TO RESTART AT BAGDOGRA AIRPORT | ‘আইএলএস’ চালু হবে বাগডোগরায়

বিশদ

JADAVPUR UNIVERSITY | যাদবপুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের শুভেন্দুর

বিশদ
Scroll to Top