দিল্লী থেকে ফিরে রাজ্যভাগের দাবীতে ফের সরব হলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ :-
দিল্লীতে রাজ্যসভার সাংসদ হিসেবে গত ২১শে আগস্ট শপথ গ্রহণ করে কোচবিহারে ফিরে এসে ” মানুষের দাবি থেকে সরে আসবো না” বলে ফের রাজ্য ভাগের দাবীতে সরব হলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ।
রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর গ্রেটার সুপ্রিম অনন্ত মহারাজ শুক্রবার কোচবিহারে ফেরেন। এদিন
কোচবিহার-২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায় তার বাড়িতে ফেরেন। সেখানে গ্রেটার কর্মী-সমর্থকেরা অনন্ত মহারাজকে বরণ করে নেন এবং তাকে সম্বর্ধনা দেন। এদিন গ্রেটার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মত। এদিন অনন্ত মহারাজ বলেন- “২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি যদি পূরন না হয় তাহলে তাদের স্ট্যান্ডপয়েন্ট জনগন ঠিক করবে।
রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর প্রথম কি কাজ করবেন? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ বলেন- “মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটাই হবে। এনিয়ে কোনো কম্প্রোমাইজ হবেনা।”