নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে সঠিক সময় গণনার কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন। ২০২৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে মোট ৪,৪৬৭ জন প্রার্থী ২০টি জেলা পরিষদের ৯২৮টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১,০১৬ জন প্রার্থী ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০টি ওয়ার্ডের জন্য এবং ১,৭০,৮১২ জন প্রতিযোগী পশ্চিমবঙ্গের ৩,৩১৭ টি গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯টি ওয়ার্ডের জন্য লড়ছেন৷ প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, BJP সহ অন্যান্য দলকে পিছনে ফেলে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রাজ্য শাসক দল। একে একে জয়ের খবর আসতেই, সবুজ আবিরে রাঙতে শুরু করেছে। শাসক দল কি ক্ষমতা ধরে রাখতে পারবে? বামেদের কামব্যাক? নাকি BJP ধামাকা! উঠছিল একাধিক প্রশ্ন।