৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

চলতি মাসে মুক্তি পাবে তণার নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ

High News Digital Desk:

চলতি মাসে মুক্তি পাবে তণার নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ :-

সম্প্রতি একটি ছবি নিয়ে তাঁকে ঘিরে তর্জা তঙ্গে| সেই তর্জা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে প্রযোজকরা তাঁর সঙ্গে আর ছবি করবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল| তবে সেই টানাপোড়েনে বেশি দিন থাকতে হল না টলিপাড়ার অভিনেত্রী তণা সাহাকে| কারণ মুক্তি পাবে তণার নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ| সোমবারের বিকেল| মধ্য কলকাতার একটি বহুতলের সামনে এসে দাঁড়াল একটি ট্যাক্সি| আর পাঁচটা ট্যাক্সির মতো কিন্তু নয়| শহরের পরিচিত ট্যাক্সির গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ! গাড়ি থামতেই ভিতর থেকে নেমে এলেন শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা| সামনের সিট থেকে নেমে এলেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়| ব্যপারটা কী? আসলে চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা পরিচালকের নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ-এর| তারই প্রচারে এই আয়োজন| কিন্তু ট্যাক্সির গায়ে বাঘের মতো এমন ডোরাকাটা ডিজাইন কেন? জানা গিয়েছে,এই ওয়েব সিরিজের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বাঘ| সোমবার শহরের বিভিন্ন জায়গায় এই বিশেষ ট্যাক্সি নিয়ে সিরিজের প্রচার সারলেন কলাকুশলীরা| তৃণাও এই নতুন ওয়েব সিরিজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত| এই সিরিজে তাঁর চরিত্র এক জন চিকিত্সকের ভমিকায়|যার নাম বিদিতা| নিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলসা না করলেও ট্রেলার এবং তণার সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে তিনি চিকিত্সকের চরিত্রে অভিনয় করেছেন|

প্রসঙ্গত, মাতঙ্গী ওয়েব সিরিজে তৃণাকে ঘিরে দানা বাঁধা সাম্প্রতিক বিতর্ক এখনও অনেকেরই মনে টাটকা| বহু টানাপোড়েনের মধ্যে নিজের নতন ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত টলি অভিনেত্রী| সামনে নিজেদের নতুন পোশাক কোম্পানির আত্মপ্রকাশ| তা নিয়েও ব্যস্ত তৃণা|

Scroll to Top