কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডে পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ :-
বুধবার কোচবিহার পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে পুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সেলর শুভ্রাংশু সাহা ও পুরসভার বিভিন্ন আধিকারিক সহ এলাকার নাগরিকবৃন্দ।
নারকেল ফাটিয়ে এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহার পুরসভার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড। তাদের দীর্ঘদিনের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দাবি ছিলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেণায় আজ সেই স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এখানে ৬নম্বর ওয়ার্ড সহ আশেপাশের ওয়ার্ডের নাগরিক প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরীক্ষা , বিভিন্ন ভ্যাক্সিনেশন পরিষেবা পাবে। এছাড়াও বাচ্চাদের জ্বর সর্দি কাশি ইত্যাদি চিকিৎসা সহ ঔষধের ব্যবস্থা থাকছে। এখানে ডাক্তার, নার্স, সিনিয়র নার্স, আশাকর্মী সকলেই থাকবে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়ার জন্য। আপাতত অস্থায়ীভাবে বর্তমান ব্লিডিংয়ে স্বাস্থ্য পরিষেবার কাজ চলবে। জেলাশাসকের তরফ থেকে তিন কাঠার একটি জমি দেওয়া হয়েছে ,সেখানে ভবন নির্মাণের কাজ শেষ হলে পাকাপাকি ভাবে স্বাস্থ্য কেন্দ্রটি স্থানান্তরিত করা হবে। তিনি আরো জানান তিনি ক্ষমতায় আসার আগে দুটি স্বাস্থ্য কেন্দ্র ছিল গোটা পৌর এলাকায়। এখন নতুন আরো ৬টি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সব ওয়ার্ডেই আমরা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন পেয়েছি। শুধুমাত্র ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান হলে আমরা বাকি কাজ দ্রুত সেরে ফেলবো।
৬নম্বর ওয়ার্ডের কাউন্সেলর শুভ্রাংশু সাহা বলেন দীর্ঘদিনের দিনের আকাঙ্খা পূর্ন হলো। এর জন্য পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা CMOH দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই।