কোচবিহার পুলিশ সুপারের পদে আসছেন দ্যুতিমান ভট্টাচার্য্য

কোচবিহার পুলিশ সুপারের পদে আসছেন দ্যুতিমান ভট্টাচার্য্য :-

জেলা শাষকের পর বদলি করা হলো কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমারকে। তাকে পাঠানো হলো বারাসতে ডি.আই.জি পদে। তার জায়গায় কোচবিহারে পুলিশ সুপার পদে আসছেন দ্যুতিমান ভট্টাচার্য । তিনি এর আগে হাওড়ার ডিসিপি পদে বহাল ছিলেন।

কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। দ্যুতিমান ভট্টাচার্য পেশায় পুলিশ হলেও নেশায় একজন নাট্য ব্যক্তিত্ব। তার প্যাশন অভিনয়। জানা গিয়েছে দ্যুতিমান ভট্টাচার্য বহু বছর ধরে রঙ্গকর্মী নাট্যদলের সাথে যুক্ত। তার বাড়ির পরিবেশেও নাট্যচর্চা ও সংস্কৃতি চর্চার পরিবেশ রয়েছে শুরু থেকেই। ছোটবেলা থেকেই সেই মনন নিয়ে বড় হয়েছেন তিনি। যা তাকে অভিনয়ের ক্ষেত্রে অনুপ্রেরনা জুগিয়ে এসেছে বরাবর। ইতিমধ্যেই তাকে বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য জিতের ব্লক বাস্টার সিনেমা রাবণ , ইস্কাবন এবং পরমব্রত ও স্বস্তিকা অভিনীত আশির দশকের গ্যাংস্টারদের গল্প নিয়ে সিনেমা শিবপুর বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি সিনেমাতে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন । রাবণ সিনেমাতে তিনি স্টান্ট সহ বেশ কিছু একশন দৃশ্যেও অভিনয় করেছেন।

নাট্যচর্চা, সংস্কৃতি চর্চা, অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন দ্যুতিমান ভট্টাচার্য। বহু সংবাদমাধ্যমেও নানা বিষয় নিয়ে কলম ধরে থাকেন তিনি। এছাড়াও তার নিজের আঁকা ছবি নিয়ে কলকাতায় একক চিত্র প্রদর্শনী সংস্কৃতি মহলে বহুবার প্রশংসিত হয়েছে।

শিবাজী সিংহ রায়

Related News

যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হল রেল পুলিশ। সম্প্রতি মাদুরাই ট্রেন অগ্নিকাণ্ড দুর্ঘটনা এবং বন্দে…

বিস্তারিত

ধূপগুড়ি উপ নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজারভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে দেখা করে ভোট…

বিস্তারিত

বোমার রাজত্বে বাংলা| পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে বহুদিন এখনও দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা| পঞ্চায়েত…

বিস্তারিত

বুধবারই শেষ হয়ে গিয়েছিল তিনদিন ধরে চলা সাংসদ খেল মহোৎসব। আজ সাংসদ নিশীথ প্রামানিকের উপস্থিতিতে…

বিশদ
Scroll to Top