৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫
৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫

উল্টো রথে বাতিল একাধিক ট্রেন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  আজ উল্টো রথে বাতিল একাধিক ট্রেন। এক সপ্তাহ জুড়ে বাতিল হয়ে আছে বিভিন্ন ট্রেন। যে ট্রেনগুলি আজও বাতিল রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার- হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, খড়্গপুর- খুড়দা রোড এক্সপ্রেস, হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস, শালিমার সম্বলপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি- আগরতলা এক্সপ্রেস, সাঁতরাগাছি- আগরতলা এক্সপ্রেসের মতো ট্রেন। আবার ফিরতি পথে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস, এরনাকুলম-পটনা এক্সপ্রেস, এরনাকুলম-হাওড়া এক্সপ্রেসের মতো ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, রেল দুর্ঘটনার তদন্ত চলায় এখনও বাহানগা বাজার স্টেশন ব্যবহারের অনুমতি পায়নি রেল। ফলে খান্তাপাড়া থেকে বাহানাগা হয়ে সোরো পর্যন্ত এখনও ট্রেনের গতি থাকছে সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটার। মঙ্গলবার ছিল রথযাত্রা৷ আজ আবার উল্টো রথ। অন্যান্য বছর রথের ভিড় সামাল দিতে পুরীর জন্য বিশেষ ট্রেন চালাতে হয় রেলকে৷ এবার পরিস্থিতি এমনই যে ট্রেন বাতিল রাখতে হচ্ছে৷ ওড়িশার বাহানাগা রোড স্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনার জের। রথযাত্রার সময় পর্যটক এবং ভক্তদের জন্য দুঃসংবাদ। ফলে এই সময় পুরী যারা গিয়েছিলেন তাঁদের পুরী থেকে ফেরার সময় ভোগান্তি বাড়ছে যাত্রীদের৷

 

 

 

 

 

 

 

 

 

 

Scroll to Top