আসন্ন পঞ্চায়েত ভোটে জয় নিয়েও যথেষ্ট আশাবাদী ফিরহাদ

নিজস্ব সংবাদদাতা : ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ পড়েন ফিরহাদ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,“প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়।”গত কয়েকদিন ধরে বিরোধীরা দাবি করছে, ভুয়ো ব্যালট তৈরি করা হচ্ছে। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “পাগল-ছাগলে অনেক কিছু বলে। নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। বিরোধীরা জানে ওরা কিছুই পাবে না। তাই এসব বলছে। বোমা গুলির আমদানি করছে। রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে।”ফিরহাদের আর্জি, বাংলার মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। তিনি বলেন, “২০১১ ও ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে ভোট হলেও যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিল, এবারেও তাই থাকবে।” তৃণমূল মানুষের ওপর ভরসা করে বলে মন্তব্য করেছেন তিনি। মনোনয়ন পর্ব থেকেই বাংলায় তৈরি হয়েছে অশান্তির আবহ। মারামারি, গুলি চালনা, রক্তপাতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতও। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। সংগঠনের ওপর ভরসা রেখেই জয়ের আশা করছেন তিনি।

 

 

 

 

 

Related News

সংক্রামক রোগের চিকিৎসার জন্য এবার উত্তরবঙ্গেও একটি আইডি হাসপাতাল তৈরি করা হবে, সোমবার বিধানসভায় জানালেন…

বিস্তারিত

হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার- হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, খড়্গপুর- খুড়দা রোড এক্সপ্রেস, হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস,…

বিস্তারিত

১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। আর সেই বৈঠকের দিনই তলব করে অভিষেক…

বিস্তারিত

ভারতের মাটিতে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আসর বসছে আসন্ন বিশ্বকাপে ভারত-পাক মহারণ ১৫ অক্টোবর হওয়ার…

বিশদ

ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের কাছে আরও তথ্য চাইল ইডি।

বিশদ
Scroll to Top