৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

আত্মীয় ও বন্বুবান্ধবদের সঙ্গে দেখা করার অনুমতি পেল ইমরান খান| নির্দেশ দিল ইসলামাবাদ হাই কোর্ট

High News Digital Desk:

আত্মীয় ও বন্বুবান্ধবদের সঙ্গে দেখা করার অনুমতি পেল ইমরান খান| নির্দেশ দিল ইসলামাবাদ হাই কোর্ট :

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে পঞ্জাব প্রদেশের অটক জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট তারকা ইমরান খান| তবে ইমরানের আইনজীবীদের অভিযোগ সেখানে নানা অধিকার থেকে ইমরানকে বঞ্চিত করা হচ্ছে| তারা বলেন ইমরানকে যেন জেলে প্রার্থনা করার আসন দেওয়া হয় এবং তিনি যেন পবিত্র কোরানের একটি ইংরেজি সংস্করণও দ্রুত পান| পাশাপাশি অটক থেকে ইমরানকে যাতে দ্রুত আদিয়ালা জেলে সরানোর সেই আর্জি নিয়ে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন ইমরান আইনজীবীরা|

সেই আবেদনের প্রেক্ষিতেই অটক জেল কর্তৃপক্ষের প্রতি একগুচ্ছ নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি| তিনি বলেছেন, ইমরান খানকে যেন জেলে প্রার্থনা করার আসন দেওয়া হয় এবং তিনি যেন পবিত্র কোরানের একটি ইংরেজি সংস্করণও দ্রুত পান তার ব্যবস্থা করা হয়| শুধু তাই নয় ইসলামাবাদ হাই কোর্টের রায়ে ১৯৭৮ সালের পাকিস্তান জেল আইনের কথা উল্লেখ করে একটি গুরুত্বপূর্ণ অধিকার দেওয়া হয় ইমরানকে| ৯২ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও বন্দিই আইনি পরামর্শ নিতে নিজের আইনজীবী এবং পরিবারবর্গের সাথে দেখা করতে পারবেন| ফলে সেই অধিকার পেলেন ইমরান খানও| পাশাপাশি ইমরান খানকে উন্নত চিকিত্সা সুবিধা দেওয়ার নির্দেশও দেয় আইএইচসি|

Scroll to Top