অসুস্থ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়,সামনের সপ্তাহে হবে অপারেশন

অসুস্থ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়,সামনের সপ্তাহে হবে অপারেশন :-

ৱুধবার এবং বৃহস্পতিবার ছিল রাখি বন্ধন উত্সব| বেশিরভাগ মানুষ ব্যস্ত ছিলেন ভাই বোনদের রাখি পড়াতে| রাখিবন্ধন উপলক্ষে নিজেদের সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকারা| কিন্তু তারই মাঝে অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়| অভিনেত্রী অসুস্থ| নিজেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্টে খোলসা করেছেন| অভিনেত্রী জানিয়েছেন তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন| পরিবারে দীর্ঘ দিন ধরে যে দাদা রক্ত পরীক্ষা করাতে আসেন তার সঙ্গেই ছবি তলেছেন অভিনেত্রী| যেখানে দেখা যাচ্ছে স্বস্তিকার হাতে ফুলের রাখি| বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়| অভিনয় শৈলি থেকে স্টাইল স্টেটমেন্টের জন্য ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয়| শুধু তাই নয়, স্বস্তিকার সোজাসাপটা জবাব আর ফ্যাশনসেন্সও বারবার মুগ্ধ করে ফ্যানদের| লেটেস্ট ওয়েব সিরিজ নিঁখোজে স্বস্তিকার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে দর্শকমহলে| এর মাঝেই স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পোস্টে মন খারাপ ভক্তদের| তড়িঘড়ি রক্ত পরীক্ষাও করে ফেলেছেন| আগামী সপ্তাহে হবে অপারেশন| তবে কী হয়েছে সেই বিষয়ে আপাতত কিছু জানাননি অভিনেত্রী| শুধু যিনি রক্ত পরীক্ষার জন্য স্যাম্পেল নিতে এসেছিলেন তাঁর সঙ্গে ছবি পোস্ট করে অসুস্থতার খবর জানিয়েছেন| খুব স্বাভাবিকভাবেই স্বস্তিকার অসুস্থতার খবরে মন ভার ফ্যানদের| কীসের জন্য অস্ত্রোপচার হবে তা জানতে উদগ্রীব ভক্তরা| ফেসৱুক পেজে ছবি পোস্ট করে কী লিখলেন স্বস্তিকা? অভিনেত্রী জানান, যিনি তাঁর রক্তের স্যাম্পেল নিতে এসেছেন তাঁর নাম ফাল্গুনী| পুরো নামটা তিনি জানেন না| শুধু ফাল্গুনী দা বলেই ডাকেন তিনি ছোট থেকে ডাকেন| দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক| মা-বাবা সময় থেকেই বাড়িতে যাওয়া আসা| স্বস্তিকার বয়স যখন ২০ বছর তখন থেকেই ফাল্গুনী দাকে দেখছেন| আরও লেখেন, পরিবারে কারও রক্ত পরীক্ষা করার প্রয়োজন হলই ফাল্গুনী দাকে ডাকা হয়| সবসময়ই সাদা পোশাক পরে আসেন| আর সবচেয়ে যেটা ভালো লাগে তা হল মুখের ওই স্মিত হাসিটা| আগামী সপ্তাহে অপারেশন হবে বলে তার আগে রক্ত পরীক্ষা করতে হল|
অভিনেত্রী লিখেছেন,রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা এক জন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের| কত স্নেহ, মায়া, ভালবাসা মিশে থাকে সেখানে|

 

Related News

সম্প্রতি একটি ছবি নিয়ে তাঁকে ঘিরে তর্জা তঙ্গে| সেই তর্জা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে…

বিস্তারিত

শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা| রুবেল বর্তমানে বিশ্রামে রয়েছেন| পায়ে চোট পেয়েছেন তিনি| রুবেলের…

বিস্তারিত

নীল বাতির গাড়ি চড়ে শু্যটিংয়ে সাংসদ তথা অভিনেত্রী নুসরত? আইনানুযায়ী একেবারেই কোনও অধিকারই নেই|

বিস্তারিত

বিধানসভার করিডরেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেনপর্যটন ও তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও কারিগরি শিক্ষা এবং…

বিশদ

লাগাতার বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বর্তমানে রাজধানী দিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে|…

বিশদ
Scroll to Top